KNOW US

IT’S TIME TO

আমরা ট্রাভেল বাগিচা

ট্রাভেল বাগিচা তৈরির আগে আমরা অনেক ভেবেছিলাম। ভাবনাটা এ রকম ছিল না যে, আরও অনেকের ভিড়ে ট্রাভেল বাগিচা কি হারিয়ে যাবে? পিছিয়ে পড়বে? বরং ভাবনাটা অনেক বেশি আবর্তিত হচ্ছিল এই প্রশ্নে যে, আদপে আমরা কী চাইছি? নিছকই আর একটি ভ্রমণ সংস্থা খোলা? সাইটসিনের ফর্দ হাতে ধরিয়ে বলা যে আমরা কত বেশি পয়েন্টে ঘোরাই? প্রতিযোগিতার বাজারে সস্তা, আরও সস্তায় ঘোরানোর ড্রাম পেটানো?

না, এর কোনও চিন্তাই আমাদের গ্রাস করেনি। বরং, আমরা অনেক বেশি গুরুত্ব দিতে চেয়েছি ভ্রমণকে একটা সামগ্রিক রূপ দিতে। চেয়েছি, যিনি বা যাঁরা আমাদের সঙ্গে, আমাদের ব্যবস্থাপনায় নির্দিষ্ট কোনও জায়গায় যাচ্ছেন, তাঁরা যেন সেই জায়গাটিকে নতুন ভাবে আবিষ্কার করতে পারেন। স্থানীয় মানুষজন, স্থানীয় সংস্কৃতি, স্থানীয় খাদ্যের সঙ্গে তঁদের যেন পরিচয় ঘটে। এরই পাশাপাশি পরিবেশ ও সংরক্ষণের বিষয়েও আমাদের অতিথিরা যেন আরও একটু সচেতন হতে পারেন।

বস্তুত, করোনা মহামারীর সময়কাল থেকেই সমমনস্ক আমাদের কয়েক জনের মধ্যে এই ভাবনাটা ঘুরছিল যে, এই গভীর সঙ্কট কেটে গেলেই বহু মানুষ বেরিয়ে পড়বেন, তাঁরা করোনা-ভীতির তোয়াক্কা করবেন না। যাকে অনেকটা 'রিভেঞ্জ ট্যুরিজম' বলা হয়ে থাকে। সেই মানুষগুলিকে প্রকৃতির কাছাকাছি, জীবজগতের কাছাকাছি নিয়ে যাওয়া, তার প্রকৃত আস্বাদ পাওয়ানোটাও একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটা আমরা সানন্দে নেব বলে সিদ্ধান্ত নিই। আমরা বিরাট ব্যতিক্রমী কিছু করছি, এমন দাবি আমাদের আদৌ নেই। বরং, বহু আগে থেকে যাঁরা এই কাজটি নিষ্ঠার সঙ্গে করে চলেছেন, আমরা তাঁদেরই অনুসারী মাত্র।

এই প্রসঙ্গেই বলি, প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির কাজে আমাদের যে সব বন্ধু নিরন্তর সক্রিয়, তাঁরা তো বটেই, এ ছাড়া বেশ কয়েকটি ভ্রমণ সংস্থা ও এই পেশার সঙ্গে জড়িত মানুষজন ট্রাভেল বাগিচা-কে তাঁদের অভিজ্ঞতা, যোগাযোগ ও সহমর্মিতার হাত বাড়িয়ে নিরন্তর সাহায্য করে চলেছেন। আমরা কোনও ভুল পদক্ষেপ করলে সঙ্গে সঙ্গে সতর্ক করে দিচ্ছেন। স্বল্প দিনের পথ চলা শুরুর পরে আমাদের এ হেন অভিজ্ঞতা হবে, এমনটা আমরা কল্পনাও করিনি। এই বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের কৃতজ্ঞতার সীমা নেই। এ বার আমরা এলাম আপনাদের আরও কাছে, ওয়েবসাইটের মাধ্যমে। আশা করব, আপনাদের কাছ থেকেও ট্রাভেল বাগিচা-র মতো নবীন সংস্থা সহযোগিতা পাবে।

We thought a lot before Travel Bagicha came to life. But, whether Travel Bagicha would get lost in a crowded travel space or fall behind in the face of competition, never crossed our minds. Rather, our thought revolved more around the question, what do we really want? It was never about just opening another travel agency and beating our own trumpet on how we cover the most number of sightseeing points in a location at the cheapest price. That idea never consumed us.

We, rather, wanted to focus more on giving travel a holistic look. We wanted those who are going to a certain place with us, under our arrangement, to discover that place in a new way. Let them get acquainted with local people, local culture, and local food. In addition to this, our guests can be a little more aware of the environment and conservation.

During the COVID-19 pandemic, many like-minded people like us believed that once this severe health crisis was over, people would come out in large numbers and start travelling again - a phenomenon which later became known as 'revenge tourism'. We thought it would be a big challenge to bring travel-deprived people closer to nature again, closer to the living world, to get a real taste of it. And we decided to take up that challenge. We do not claim that we are doing anything extraordinary. Rather, we are only following those who have been doing this work with devotion for years.

Our friends who are active in nature and wildlife conservation, several travel agencies, and many other people involved in the travel space, continuously help Travel Bagicha by extending their hands of experience, communication, and compassion. If we make a wrong move, we are immediately warned. We could never imagine that we would experience such warmth and deep appreciation in such a short period of our existence. Our gratitude to these friends and well-wishers knows no bounds. Now, we come closer to you, through this website and we hope that Travel Bagicha will get the same support from you too. Happy journey...

About Travel Bagicha

বেড়াতে তো দিব্য লাগে, কিন্তু বেড়াতে যাওয়ার কথা ভাবলেই রাতের ঘুম উধাও: কীভাবে যাব, কোথায় থাকব, কবে কী করতে হবে— বাপ রে! অবশেষে ট্রাভেল বাগিচার কল্যাণে সমস্যার সুরাহা হয়েছে। কেবল দিনগুলো ঠিক করা, আর পছন্দের হদিশটা জানিয়ে দেওয়া, ব্যস! সময়মতো বেরিয়ে পড়লেই হল, সব দায় ওঁদের।গুপী-বাঘার মতো ব্যাপার আর কী।

WHAT THEY SAY ABOUT US

We spent the most wonderful 3 days in Neora Valley National Park with Travel Bagicha! Spectacular scenery, hospitality, beautiful and safe accommodation and warm hospitality. The mountain hikes and drives stole our hearts. Thanks to Travel Bagicha and look forward to more! The smooth arrangement, and logistics coupled with a good car and driver were instrumental to the overall experience.

অনির্বাণ চট্টোপাধ্যায়

Dr. Biswanath Ghosh Dastidar

সেমন্তী ঘোষ

বেড়ানোর জন্য যখন কারো সাহায্য নিই, তখন ভাবি, তার সঙ্গে আমার রুচি-পছন্দ মিলবে কি না। সে দিক থেকে দেখলে ট্রাভেল বাগিচার সঙ্গে আমার ও আমার পরিবারের সম্পর্কটা— গভীর ভরসার। অনেক বার ওঁদের ব্যবস্থাপনায় বেড়িয়েছি, প্রতি বার ফিরে এসে ভেবেছি, কী করে ওঁরা বুঝলেন আমাদের ঠিক কেমনটা পছন্দ! দল বেঁধে যাওয়া আর নিভৃত যাওয়া, শীতে যাওয়া আর বর্ষায় যাওয়া, কখন কোনটা 'ঠিক' লাগবে, ওঁরা ঠিক জানেন। এত সব আশ্চর্য জায়গার কথা জানতামই না ট্রাভেল বাগিচার পরামর্শ না নিলে।

Our Travellers...