North East
Arunachal Pradesh
ভারতবর্ষের যে রাজ্যে সূর্যের প্রথম কিরণ ছুঁয়ে যায় পর্বতশিখর, তার নাম অরুণাচল প্রদেশ। উত্তর-পূর্বের ‘সাত বোন’-এর এক বোন। অপরূপ নিসর্গে ভরা রাজ্য অরুণাচল। জঙ্গল, পাহাড়, নদীতে ঘেরা সে দেশ। এখানকার ভূমিপুত্রদের ঐতিহ্য ও সংস্কৃতিতে অবগাহন করা জীবনের চিরস্মরণীয় অভিজ্ঞতা। তার সঙ্গে নানা সম্প্রদায়ের নানা কিসিমের খাদ্যাভ্যাস সে অভিজ্ঞতাকে পরিপূর্ণ করবে। জীববৈচিত্রের অফুরন্ত ভাণ্ডার অরুণাচলে শুধু অর্কিডের পাঁচশোরও বেশি প্রজাতির সন্ধান মিলেছে। এই রাজ্যের বিভিন্ন গন্তব্যকে বারোটি ট্যুরিস্ট সার্কিটে ভাগ করা হয়েছে। যেমন, তেজপুর-ভালুকপং-বমডিলা-তাওয়াং, ইটানগর-জিরো-দাপোরিজো-পাসিঘাট, আলো-মেচুকা, ডিব্রুগড়-রোয়িং-মায়োদিয়া-হুনলি-আনিনি, মার্গেরিটা-মিয়াও-নামদাফা, প্রভৃতি। বিপুল রহস্য নিয়ে অপেক্ষায় রয়েছে নামদাফা নাশনাল পার্ক। একবার পা রাখলেই বুঝবেন, অপার বিস্ময়ের আর এক নাম কেন অরুণাচল প্রদেশ!